ময়ূরী পাঁজা
টানা ইংলিশে একটানা বক্তৃতা দিয়ে থামলেন বিনয় বাবু। সামনের বেঞ্চের ছাত্রটি তুতলে তুতলে একটা প্রশ্ন করতেই ক্লাসের বাকিরা হেসে উঠল। জনহাস্যরোলে চাপা পড়ে গেল প্রশ্ন।
উষ্ণ হাতের স্পর্শে মাথা তুলতেই ছাত্রটি বিনয়বাবুকে দেখতে পেলে। তার প্রশ্নের উত্তর দিয়ে ক্লাস থেকে বেরতে বেরতে মনে পড়ল তাঁর ছাত্রবেলায় ঠিক এই স্পর্শ অমল স্যার করেছিলেন ,
তবেই না প্রফেসর বিনয় চক্রবর্তী হয়েছেন।
( সমাপ্ত )
No comments:
Post a Comment